মির্জা মেহেদী তমাল : ২৮ সেপ্টেম্বর। ঈদুল আজহার ছুটির আমেজ তখনো কাটেনি। রাজধানী অনেকটাই ফাঁকা। সন্ধ্যা নামতেই অধিকাংশ এলাকায় লোকজনের চলাচল কমতে থাকে। ঈদ নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলেও শিথিলতা। এমনই এক শান্ত পরিস্থিতিতে দেশের অন্যতম নিরাপত্তাবেষ্টিত স্পর্শকাতর কূটনৈতিক পাড়া গুলশান পরপর তিন রাউন্ড গুলিতে প্রকম্পিত হয়ে ওঠে। রাস্তায় পড়ে থাকে ইতালির নাগরিক তাভেলা সিজারের রক্তাক্ত লাশ। বিদেশি খুনের ঘটনায় হতচকিত হয়ে পড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে। খুনের সূত্রের সন্ধানে শুরু হয় তাদের দৌড়ঝাঁপ। কিন্তু খুনের কোনো ক্লুই যখন উদ্ঘাটন করতে পারছিল না, ঠিক তখনই খবর আসে আরও এক বিদেশি খুনের। তাভেলা খুনের পাঁচ দিনের মাথায় রংপুরে লাশ পড়ে জাপানি নাগরিকের। পরপর দুজন বিদেশি খুনের পর সারা দেশে মানুষের মধ্যে তখন অজানা আশঙ্কা।
এরই মধ্যে গাইবান্ধায় সরকারদলীয় একজন এমপির গুলিবর্ষণে শিশু আহত হওয়া, সর্বশেষ গত সোমবার ভরসন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যা। মাত্র সাত দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ এমন অবনতিতে সরকার যেমন বিব্রত, তেমনি পুলিশ প্রশাসনও উদ্বিগ্ন। দুই বিদেশি হত্যাকাণ্ডের পরই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা 'সাইট ইন্টেলিজেন্স গ্রুপ'। এ পরিস্থিতিতে হঠাৎ করে বাংলাদেশে জঙ্গি উত্থানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে নতুন করে জঙ্গিদের আস্তানার সন্ধান পাওয়ার পর জঙ্গি উত্থান রোধে নতুন করে ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
সংশ্লিষ্টরা বলছেন, অস্ত্রধারীদের টার্গেট বিদেশি নাগরিক হতে পারেন, এমন কোনো তথ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে ছিল না। দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদ্যাপন করতে পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল বিশ্রামের মুডে। এ ছাড়া একটি খুনের তদন্ত করতে গিয়ে পুলিশ যখন ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই একই ধরনের আরেক ঘটনা সামনে এসে যাওয়ায় পুলিশ নিজেই তখন দিশাহারা।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ঈদের পর রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলে শিথিলতা ছিল। এ ছাড়া আগেকার চাঞ্চল্যকর খুনের ঘটনার রহস্য পুলিশ উদ্ঘাটন করতে না পারায় একই ধরনের ঘটনা বার বার ঘটছে। বাড্ডায় খিজির খান খুনের মতোই আগেও রাজধানীতে খুন হয়েছে। কিন্তু পুলিশ খুনিদের শনাক্ত পর্যন্ত করতে পারেনি।
তবে পুলিশ কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক করে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। প্রায় প্রতিদিনই পদস্থ কর্মকর্তারা বৈঠক করছেন দফায় দফায়। দেশের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদার করেও অপরাধের লাগাম টেনে ধরতে পারছে না পুলিশ। আর যে ঘটনাগুলো ঘটেছে, তার তদন্তে কোনো কূলকিনারাও পুলিশ করতে পারছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নজিরবিহীনভাবে অবনতির এ বিষয়টি তাই দেশের ভিতরের খবর নয়। দুই বিদেশি খুনের পর আইনশৃঙ্খলার অবনতির খবর দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও আলোচিত হয়ে উঠেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করে বলেন, বিদেশি হত্যার বিষয়ে সরকারের কাছে আগাম কোনো তথ্য ছিল না। কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা সরকারকে এ ধরনের তথ্য দেয়নি। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল নাশকতার। সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির পেছনে কারা জড়িত- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা জামায়াতে ইসলামী হতে পারে। যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এটারও কোনো প্রতিক্রিয়া হতে পারে। আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে অগি্নসন্ত্রাস দেখেছেন, তারও একটা নতুন ফর্মুলা এটা হতে পারে। সবকিছুই হতে পারে।
তিনি আরও বলেন, ফারুকী হত্যা, খিজির খান হত্যা একই রকম মনে হচ্ছে। এটা আমাদের গোয়েন্দারা তদন্ত করছেন। মঙ্গলবার পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় দুই বিদেশি খুন, খিজির হত্যা ও জঙ্গি উত্থান ছিল আলোচিত। এ সভায় ইতালি ও জাপানের দুই নাগরিককে হত্যায় যারা জড়িত তাদের গ্রেফতারে নির্দেশ দেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।
কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ মহাপরিদর্শক বলেন, অতীতে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ, চরমপন্থি, নাশকতাকারী এবং অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। সে সাফল্য ধরে রাখতে হবে। কোনোভাবেই এ দেশকে জঙ্গিরাষ্ট্র হতে দেওয়া হবে না। আমাদের দেশ নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দেশে জেএমবি, হুজিসহ বিভিন্ন নামে জঙ্গিবাদের উত্থান যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। গোয়েন্দা সংস্থার একজন পদস্থ কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আন্তর্জাতিক কোনো মহলের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে আইজিপি বলেছেন, কেউ ব্যক্তিগতভাবে মতাদর্শে বিশ্বাসী হলেও বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই। রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার (৫১) দুর্বৃত্তের গুলিতে নিহত হন ২৮ সেপ্টেম্বর। ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাভেলা নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে গুলশানে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তাভেলা সিজার হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনের কারণ খুঁজে বের করা হবে। তাভেলা খুনের আগে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক করা হয়। দেশটির সরকারি ওয়েবসাইট গভ ডট ইউকেতে দেওয়া এক নির্দেশনায় বাংলাদেশে সাধারণ সন্ত্রাসী হুমকির কথা বলা হয়। বিদেশিদের যাতায়াতের স্থানসহ আরও বিভিন্ন স্থানে নির্বিচার হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই নির্দেশনায়।
এতে যুক্তরাজ্য তার নাগরিকদের বিভিন্ন স্থানে যাতায়াত ও অংশগ্রহণ সীমাবদ্ধ করার পাশাপাশি বিভিন্ন হোটেল ও কনফারেন্স সেন্টারে নাগরিক জমায়েতে যোগদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়। ইতালীয় নাগরিক হত্যার দাগ যেতে না যেতেই ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মাহিগঞ্জের নাচনিয়া বিলে হোশি কোনিও নামে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়। তবে এ ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক বন্ধু হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও রিকশাচালক মোন্নাফকে আটক করেছে। ২ অক্টোবর সকাল পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ নামে এক শিশু গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্র। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মধ্য বাড্ডার জ-১০/১ বাড়ির দ্বিতীয় তলায় ওই খুনের ঘটনা ঘটে। বাড়িটির তিন তলাও তছনছ করে দুর্বৃত্তরা।-বিডিপ্রতিদিন
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে