শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০৫:৫০

দেশ ছেড়েছেন সৈয়দ আশরাফ

দেশ ছেড়েছেন সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নব নির্বাচিত সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দেশ ছাড়ার আগে লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী একেএম সাজ্জাদ হোসেন শাহীন একথা জানিয়েছেন।

সৈয়দ আশরাফের ঘনিষ্ঠদের একজন জানান, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফের স্ত্রীর অসুস্থতার কথা জানতে পারেন। এরপর তাকে লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বলেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর বৈঠক হবে। এ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না সৈয়দ আশরাফ।
২৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে