আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে ভারী গুলি বিনিময় হয়েছে।
শুক্রবার ভোরে নওসেরা সেক্টরে পাকিস্তানের সৈন্যরা ভারত অংশে গুলি ও মর্টার নিক্ষেপ করে বলে খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
তবে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী গুলি চালালে পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছে।
ভারতের দাবি, শুক্রবারের ঘটনা নিয়ে সীমান্তে বিগত ১২ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছয়বার যুদ্ধবিরতি লংঘন করল।
এরআগে জম্মু-কাশ্মীর সীমান্তে বৃহস্পতিবার রাতেও উভয় দেশের সৈন্যদের মধ্যে গুলি বিনিময় হয়। পাক সেনাদের গুলি ও মর্টার হামলায় জিতেন্দ্র কুমার নামে এক বিএসএফ জওয়ান নিহত ও ৬ বেসামরিক ব্যক্তি আহত হয়।
আহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাক সেনাদের হামলার জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালিয়েছে। পাল্টাপাল্টি এ হামলায় পাকিস্তানের ৫ বেসামরিক নাগরিকও আহত হয়।
পাকিস্তানের দিক থেকে ছোড়া মর্টার আরএস পুরা ও আরনিয়া সেক্টরের আবদুলিয়ান গ্রামের একটি ঘরে আঘাত হানলে ৬ ভারতীয় আহত হন। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলার পর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়।
পাক সেনাদের গুলিতে কমপক্ষে ১৪/১৫টি বিএসএফের শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএসএফের পাল্টা গুলিতে কমপক্ষে ৫/৬টি পাক সেনা শিবির সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
উপর্যুপরি গুলি এবং মর্টার হামলার ফলে আবদুলিয়ান শহরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকা থেকে মানুষজন অন্যত্র নিরাপদ স্থানে চলে গেছেন।
কয়েকটি জায়গায় নিজেদের বাসায় তৈরি করা বাংকারে আশ্রয় নিয়ে মানুষজন জীবন বাঁচানোর চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং মানুষজনকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা এ গোলাগুলিতে হারপাল ও চুপারা সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের অন্তত ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
পাকিস্তান দাবি করছে, বিনা উসকানিতে ভারতীয় সেনারা গুলি চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিবৃতিতে জানায়, ভারতীয় সেনাদের গুলির মুখে পাকিস্তানের সেনারাও কঠিন জবাব দিয়েছে।
এক সপ্তাহ আগে ভারতীয় সেনাদের যুদ্ধবিরতি লংঘনের ফলে অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত ও ২১ জন আহত হওয়ার পর নতুন করে এ ঘটনা ঘটল।
বৃহস্পতিবার গুলি বিনিময়ের পর কেরি, হিরানগর, মেন্দাহার ও পঞ্চসহ জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এ ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্ত বাহিনী বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছেন। -যুগান্তর।
২৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম