শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬, ০২:৩৮:৩৭

‘আমি কারও কাছে পদ চাইনি’

‘আমি কারও কাছে পদ চাইনি’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের কাউন্সিলে কারও কাছে কোনো পদ চাননি বলে জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ।
 
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
 
সোহেল তাজ আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে তার দেশে আসা এবং দলের গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হচ্ছে এমন আগাম বার্তা দিয়ে গণমাধ্যমে আসা সংবাদেরও সমালোচনা করেন।
 
তিনি বলেন, 'আপনাদের মন্তব্য এবং পত্রপত্রিকার কিছু সংবাদ পড়ে আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে, অনেকের ধারণা আওয়ামী লীগ কাউন্সিলে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে।'
 
এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে, আমি দেশে ফিরেছি কাউন্সিলের কারণে।
 
সোহেল তাজ আরও লেখেন, 'আমি স্পষ্টভাবে বলতে চাই যে, এ সকল ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারো কাছে চাই নাই এবং আশাও করি নাই। কারণ বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।'
 
উল্লেখ্য, সোহেল তাজ গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন।কাউন্সিলের আগ মুহূর্তে তার আগমন গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠে।অনেকেই ধারণা করেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সোহেল তাজ, যা ফেসবুকের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
২৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে