শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬, ১০:০৬:০৮

‘আগামী মাসেই দেখিয়ে দেবো বিএনপি আছে কি নাই’

‘আগামী মাসেই দেখিয়ে দেবো বিএনপি আছে কি নাই’

নিউজ ডেস্ক : আপাতত চুপচাপ থাকলেও বিএনপি নভেম্বরেই আন্দোলনে নামার আভাস দিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগামী মাসে দেখিয়ে দেবো বিএনপি আছে না কি নাই। পুলিশ-র‌্যাব ছাড়া আসেন দেখা যাক কাদের অবস্থা কি? পুলিশ-র‌্যাব ছাড়া ঘর থেকে বের হতেও পারবেন না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ এক মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপি কঠিন সময়েও নির্বাচনে অংশগ্রহণ করে ৩৮টি সিট পেয়ে বিরোধী দলে ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সরকারের এত ব্যর্থতা যে তারা নির্বাচনে বিজয়ের ফলাফলই খুঁজে পাবে না।

তিনি আরো বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সার্চ কমিটির নামে রকিব মার্কা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আমাদের নেতাকর্মীদেরকে মামলা-হামলা ও নির্যাতন করে আন্দোলনের বাইরে রাখার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। জনগণের আন্দোলনেই দুঃশাসনের পতন নিশ্চিত হবে।

মানববন্ধনে শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর বিএনপির সদস্য ফরিদ উদ্দিন, জিয়া নাগরিক ফোরাম (জিনাফের) সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, বীরউত্তম শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন কৃষক দল নেতা ইঞ্জিনিয়ার হৃদয় ও মনির হোসেন।

২৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে