শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০১:৫৮:০৪

আওয়ামী লীগের ৩৫ ভাগ্যবান কারা, রাতভর টেনশন!

আওয়ামী লীগের ৩৫ ভাগ্যবান কারা, রাতভর টেনশন!

উৎপল দাস : আওয়ামী লীগ ওয়াকিং কমিটির ৩৫ ভাগ্যবান কারা, এনিয়ে রাতেই তুমুল উত্তেজনা আর টেনশন চলছে সম্ভাব্যদের মধ্যে। নেতার্কমীদের মধ্যে যারা আগ্রহী, সম্ভাব্য এবং এতদিন জোর লবিং করেছেন তাদের ঘুম হারাম।

শুক্রবার রাতে গণভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের সভায় ৩৫ জন ভাগ্যবান কারা হবেন তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, ৫০ জনের নামের তালিকা সামনে নিয়ে আলোচনা হয়। সর্বশেষ দলীয় সভানেত্রী শেখ হাসিনার ওপর দায়িত্ব দেয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের।

শনিবার সকালে ভাগ্যবান ৩৫ জনের নাম চূড়ান্ত করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে দেয়ার কথা। তারপর সাধারণ সম্পাদক ধানমণ্ডির কার্যালয় থেকে সেটি ঘোষণা করবেন।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওয়াকিং কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তাদের নাম শনিবার দুপুর ১২ টার মধ্যে ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত আরেক প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন, ভাগ্যবান ৩৫ জনের নাম চূড়ান্ত হয়ে গেছে। তাদের মধ্যে ৫ জন সম্পাদক ২ জন উপ-সম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

এদিকে, রাতেই দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পদ প্রত্যাশীরা যোগাযোগের চেষ্টা করলেও কেউ মুখ খুলছেন না। পূর্বপশ্চিম
২৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে