ঢাকা : জামালপুরের ৮ রাজাকারের মামলা থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে সরে দাঁড়াতে বলেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলা সংশ্লিষ্ট বিষয়ে স্টাডি করার জন্যও পরামর্শ দেন আদালত। এ সময় ট্রাইব্যুানালের অপর প্রসিকিউটর ব্যারিস্টার তাপস বলকেও একই পরামর্শ দেন সংশ্লিষ্ট বিচারপতি।
বুধবার সংশ্লিষ্ট মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ বিষয়ে গ্রুপ স্টাডি করা হয়না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. সোহরাওয়ারদী তুরিনকে এ পরামর্শ দেন।
এর আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৬ অক্টোবর অভিযোগ গঠনের জন্য আদেশের দিন ঠিক করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ আসামীপক্ষের আইনজীবীদের যুক্তির বিরোধীতা করে তার নিজস্ব যুক্তি উপস্থাপনের চেস্টা করেন। এসময় সদস্য বিচারপতি মো. সোহরাওয়ার্দী তুরিন আফরোজের কাছে যুক্তিতে আনা নথির পক্ষে ডকুমেন্ট ট্রাইব্যুনালে(আদালতে)জমা দেয়ার জন্য বলেন।
কিন্তু প্রসিকিউটরের যুক্তিমত নথি ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করতে না পারায় তুরিন আফরোজকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, ‘(ইউ মে কুইট টু দিস কেস) মামলা থেকে সরে যেতে পারেন।’
পাশাপাশি মামলার দ্বায়িত্বরত প্রসিকিউটর তাপস কান্তি বল প্রয়োজনীয় নথি বিচারকদের কাছে দাখিল না করায় এবং আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করায় ‘প্র্যাকটিস করেননি, ঘুম থেকে উঠে এসে মামলা পরিচালনা করছেন বলেও মন্তব্য করেন আদালত। একইসঙ্গে মামলার কোনো বিষয় বস্তু না বুঝলে প্রসিকিউটর তাপস কান্তি বলকে অন্যের (অন্যান্ন বিজ্ঞ প্রসিকিউটর) সাহায্য নিতে পরামর্শ দেন সদস্য বিচারপতি মো. সোহরাওয়ারদী।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ