ঢাকা : আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণপত্র দেবেন মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের আন্দোলন অযৌক্তিক। কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা প্রমাণপত্রসহ দেখিয়ে দিতে চাই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা। আমাদের শান্তিপূর্ণ যাত্রায় পুলিশ বাধা দিবে না বলেও আশা প্রকাশ করছি।
খালিদ সাইফুল্লাহ বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সেখানে থেকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।
অপর দিকে বৃহস্পতিবার সব মেডিকেল কলেজে ক্লাসবর্জন ও কর্মবিরতির আহ্বান জানিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অনারারি মেডিকেল অফিসার রাজ্জাকুল ইসলাম।
এসময় তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
এরআগে বুধবার বিকাল ৩টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে কারওয়ানবাজারের দিকে গেলে পুলিশ বেদম লাঠিচার্জ করে।
এসময় পুলিশের এই হামলায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত হন কমপক্ষে ২০জন শিক্ষার্থী ও পথচারী। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থেকে শিক্ষার্থীদের মিছিলটি মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের দিকে রওয়ানা দেয়। হোটেল রূপসী বাংলার সামনে প্রথমে একটি ব্যারিকেড ভেঙে কাওরানবাজারের দিকে রওয়ানা দেয়। কাওরানবাজার মোড় অতিক্রম করলে পুলিশ ফের বাধা দেয়।
পরে শিক্ষার্থীরা রাস্তায় শুয়ে পড়লে পুলিশ বেদম লাঠিচার্জ শুরু করে। এতে কমপক্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পথচারীদের ওপরও পুলিশকে লাঠিচার্জ করতে দেয়া যায়।
তবে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আসলে ঘটনা এ রকম না। ওরা সোনারগাঁও মোড়ে আসলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাদের ফেরত পাঠিয়েছি।
এরআগে দুপুর সাড়ে ১২টা থেকে শাহবাগে অবস্থান নেয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসময় সেখানকার সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ