শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০১:০৩:৫৪

পপুলারের নারী টয়লেটে গোপন ক্যামেরা, যুবক আটক

পপুলারের নারী টয়লেটে গোপন ক্যামেরা, যুবক আটক

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নারী টয়লেটে গোপন ক্যামেরায় দৃশ্যধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এক নারী রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করা হয়।
 
ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, নারী টয়লেটে গোপন ক্যামেরার মাধ্যমে ছবি নেয়ার অভিযোগে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
 
অভিযোগকারী নারীও থানায় রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, 'লিখিত অভিযোগ পেলে যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।'
 
ধানমণ্ডি জোনের এসিস্ট্যান্ট কমিশনার কাফি জানান, আসল ঘটনা জানার জন্য আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা কেউই আটক যুবক এবং অভিযোগকারী নারীর নাম জানাতে রাজি হননি।-যুগান্তর।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে