বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:২১:১৩

এমপি লিটনের বিরুদ্ধে আরও একটি মামলা

এমপি লিটনের বিরুদ্ধে আরও একটি মামলা

নিউজ ডেস্ক :  সুন্দরগঞ্জের এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনসহ ১০জনকে আসামি করে আরও একটি মামলা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মঙ্গলবার গভীর রাতে মামলাটি করেন। বুধবার রাতে মামলার বিষয়টি প্রকাশ প্রকাশ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার বাদী হাফিজার রহমান এজাহারে উল্লেখ করেন, গত শুক্রবার সকাল ৯টার দিকে এমপি লিটন তার লোকজন নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় এমপি লিটন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। এরপর এমপি ও তার লোকজন তার বসতবাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে বসতবাড়ির ঘরের টিন ও বিভিন্ন মালামাল লুট করে। পরে লুট করা মালামালগুলো এমপি লিটনের মালিকানাধীন শাহ আলী হিমাগারে নিয়ে রাখা হয়।

তিনি আরো বলেন, ‘ঘটনার পর মোবাইল ফোনে বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক আবদুস সামাদকে জানানো হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই মিলটন সরেজমিন তদন্ত শেষে ওই দিন সন্ধ্যায় এমপি লিটনের হিমাগার থেকে লুট করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মালামালগুলো ফেরত দেওয়া হয়।

বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার সন্ধ্যায় এমপি লিটনসহ ১০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে মঙ্গলবার রাতে এজাহারটি মামলা হিসাবে রুজু করেন।’

এরআগে, শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এমপি লিটনকে আসামি করে শনিবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন সৌরভের বাবা সাজু মিয়া। বর্তমানে সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, এ নিয়ে সুন্দরগঞ্জ থানায় এমপি লিটনের বিরুদ্ধে দুটি মামলা হল। তাকে গ্রেফতার করতে সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে শুক্রবার ভোরে সৌরভ মিয়া (৯) নামে এক শিশু আহত হয়। সৌরভ গোপালচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে