নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটিতে এসেছে একঝাঁক নতুন মুখ। সাবেক ছাত্রলীগ নেতা থেকে শুরু করে জেলা পর্যায়ের প্রবীণ নেতারাও কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন নতুন হিসেবে।
শনিবার দুপুরে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এর আগে দুই দফায় দলটির কেন্দ্রীয় কমিটির ৪৩ জন নেতার নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদে একবারে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেন ও যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পীযূষ ভট্টাচার্য।
সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ চট্টগ্রাম আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা বিষয়ক সম্পাদক পদে শামসুন্নাহার চাপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. রোকেয়া ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।
কেন্দ্রীয় সদস্য হিসেবে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
এ ছাড়া সাবেক ছাত্র নেতাদের মধ্যে কেন্দ্রীয় সদস্যপদ লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ঠান্ডু, দিপঙ্কর তালুকদার, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম কবির রব্বানী চিনু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসনে, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড.শাম্মী আহমদে, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমণ্ড আরেং।
যুবলীগ নেতা অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু কেন্দ্রীয় সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।-জাগো নিউজ
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস