নিউজ ডেস্ক : বেলা ১০ পর কোনও কাজ থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রিত্বের পাশাপাশি দলের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন কিনা- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আমি তাকে ফলো করি। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠি। বেলা ১০টার পর আমার আর কোনও কাজ থাকে না। প্রধানমন্ত্রী আমাকে আরও কাজ দিলে আমি তা করতে পারবো।’
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম