সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১১:৩৪:৪৮

প্রধানমন্ত্রীকে নিজের কবিতা শোনালেন হেলাল হাফিজ

প্রধানমন্ত্রীকে নিজের কবিতা শোনালেন হেলাল হাফিজ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নিজের লেখা কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন কবি হেলাল হাফিজ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখে মারাত্মক গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার সব দায়িত্বভার গ্রহণ করেন।

রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন হেলাল হাফিজ। এসময় নিজের দুটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ এবং ‘কবিতা ৭১’ উপহার দেন প্রধানমন্ত্রীকে।

কবির চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছেন, গ্লুকোমা আক্রান্ত ৬৮ বছর বয়সী কবি হেলাল হাফিজের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অন্য চোখটির অবস্থাও সঙ্কটাপন্ন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
৩১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে