নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ফতেহপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আনোয়ার হোসেন উপজেলার গাইপাড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে। এই ঘটনায় তরিকুল ইসলাম নামে আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ তরিকুল ইসলাম একই এলাকার আশরাফুল হোসেনের ছেলে। তিনি পালিয়ে এসে গোপনে এদেশে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভারতের ঠাকুরবাড়ি বিএসএফ সদস্যরা ভারতীয় ভূ-খণ্ডে এবং বাংলাদেশের রঘুনাথপুর ও ফতেপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী সীমানা থেকে অন্তত দুই কিলোমিটার ভেতরে আনোয়ার হোসেন ও তার সহযোগী তরিকুলকে ধাওয়া করে।
এক পর্যায়ে তারা গুলি ছুড়লে আনোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আহত হন তরিকুল। পরে তরিকুল বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ফিরে আসেন।
হত্যার পর আনোয়ারের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় মরদেহ রাখা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
বিজিবি ৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভারতীয় ঠাকুরবাড়ি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
গত ৫ অক্টোবর একই সীমান্তে নাসির হোসেন নামে এক জেলেকেবিএসএফ ধরে নিয়ে যায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ