নেত্রকোনা : সংবাদিক মুশফিকুর রহমান তুহিনকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়।
হত্যার শিকার তুহিন ময়মনসিংহ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক অপরাধ চিত্র’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্ব শত্রুতার জের ধরে তুহিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ