বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০১:১৩:২৯

বিদেশিদের ভ্রমণ সতর্কতা শিথিল হয়নি

বিদেশিদের ভ্রমণ সতর্কতা শিথিল হয়নি

ঢাকা : কূটনীতিকদের ডেকে বাড়তি নিরাপত্তার বিষয়ে সরকার তাদের আশস্ত করলেও অবস্থার কোনো পরিবর্তন হনি। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও নাগরিকদের ভ্রমণবিষয়ক সতর্কবার্তা শিথিল হয়নি।

জানা গেছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুরোপুরি দূর হওয়া এবং দুই বিদেশি হত্যার তদন্তে বিশ্বাসযোগ্য অগ্রগতির আগে এ বার্তা শিথিল হওয়ার সম্ভাবনা কম।

গত মঙ্গলবার সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। এরপর বুধবার দুপুরে আবারো চারটি দেশের কূটনীতিকদের অনুরোধে তাদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মধ্যাহ্নভোজের সময় ওই আলোচনায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, কানাডার রাষ্ট্রদূত পিয়েরে বেনোয়া লাঘামে ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে পদ্মায় চার দেশের শীর্ষ কূটনীতিকের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় বসেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। তবে ওই বৈঠক প্রসঙ্গে সরকার কিংবা কূটনীতিকদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, সম্ভাব্য হুমকিকে বিবেচনায় নিয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল এ মাসের শুরুতে। ওই বার্তাগুলো বলবৎ আছে।

এদিকে, সম্ভাব্য নিরাপত্তা হুমকিকে বিবেচনায় রেখে দেশের তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত স্পেনের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা দিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ অনুরোধ জানিয়েছে স্পেনের দূতাবাস। রাজধানীর বাইরের ওই তিন বিদ্যুৎকেন্দ্রে স্পেনের প্রায় ৪০০ নাগরিক এখন কাজ করছেন।

জাপানে পড়াশোনার বিষয়ে ১৯ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় একটি সেমিনার স্থগিত করেছে জাপান দূতাবাস। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে সেমিনার স্থগিত করা হয়েছে। সেমিনারের তারিখ পরে ঘোষণা করা হবে।

জাপান দূতাবাস ও জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জেইউএএবি) যৌথভাবে সেমিনারটি আয়োজন করেছিল।

এছাড়া বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় স্পেনের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্পেনের দূতাবাস থেকে বলা হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানটি হচ্ছে না।

তবে স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠান স্থগিত হলেও রাজধানীর একটি হোটেলে জার্মানির জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান যথারীতি হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী গার্ড মুলার এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এদিকে, সিজার তাভেল্লা হত্যার আগে সম্ভাব্য হুমকির ব্যাপারে সরকারের সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলোর তথ্যবিনিময় নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিকাবের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সিজার হত্যার আগেই সম্ভাব্য হুমকির ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ছিল। এ তথ্য তারা সরকারকে জানিয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মঙ্গলবারের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিদেশিরা তাদের তথ্য সরকারকে জানিয়েছিলেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের কোনো তথ্য বিদেশিরা জানাননি। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য ও একটি হোটেলে নিরাপত্তা জোরদার করতে সরকারের একটি গোয়েন্দা সংস্থা সুপারিশ করেছিল।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে