নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে খালেদা জিয়া না গিয়ে ঠিক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে খালেদা জিয়া না গিয়ে ঠিক কাজ করেছেন। তিনি গেলে তাকে কথা বলতে দেয়া হতো না। এমনকি তাকে বসতেও দেয়া হতো না। তার জন্য একটা চেয়ারও থাকত না।
তিনি আরো বলেন, বি চৌধুরী এবং আ স ম আবদুর রবও আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলেন। তারা শুভেচ্ছা বক্তব্যও রাখতে পারেননি। অথচ বলা হচ্ছে, বিদেশীরা সরকারের অনেক প্রশংসা করেছেন। দুর্ভাগ্য দেশের কোনো রাজনৈতিক দল শুভেচ্ছা বক্তব্যও জানাতে পারেননি। কিন্তু বিদেশীরা ঠিকই বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন।
৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি