সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৯:৫৬:১৮

অ্যাকশন শুরু হয়ে গেছে : ওবায়দুল কাদের

অ্যাকশন শুরু হয়ে গেছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : ‘কিছু লোকের খারাপ আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না। আমরা ইতিমধ্যে স্মার্ট আধুনিক টিম ওয়ার্ক শুরু করছি। অ্যাকশন শুরু হয়ে গেছে’ বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুর কমিনিউটি সেন্টারে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত আলোচনা সভা সফল করতে এক বর্ধিত সভায় একথা বলে ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের সম্মেলনের পর ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের মধ্য দিয়ে অ্যাকশন শুরু হয়েছে। যারা শৃংখলাবিরোধী কাজ করবেন, এভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীও ব্যবস্থা নেবে। অপরাধীর কোনো ছাড় নেই।

দলীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তোরণ নির্মাণের দরকার নেই, নেতাদের জন্য ফুলের মালার দরকার নেই। কাজে নেমে পড়ুন। অপকর্ম বন্ধ করুন, সংশোধিত হন। যদি না হন কাউকে ছাড় দেব না।

তিনি বলেন, দু-একজনের খারাপ আচরণের জন্য শেখ হাসিনার অর্জন ম্লান হতে দেব না। দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হতে দেব না।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে