নিউজ ডেস্ক : জঙ্গি বিষয়ে বক্তব্য জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘মাস্টার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, জঙ্গি বিষয়ে ইনু ভাই আমার চেয়ে ভালো বক্তব্য দিতে পারেন। উনি এ বিষয়ে মাস্টার।
জাসদের ৪৪তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে সোমবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সময় মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ বা ১৪ দল নির্বাচন পরিচালনা করবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। আলোচনা যদি করতে হয় নির্বাচন কমিশনে গিয়ে করুন। আমাদের সঙ্গে আলোচনা কীসের। যারা বঙ্গবন্ধু, আইভী রহমানকে হত্যা করেছিল, খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। পানি ঘোলা করবেন না। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারাও প্রস্তুতি নিন। তবে এর আগে দেশ থেকে জঙ্গি মুক্ত করা হবে।
১৪ দলে কোনো অনৈক্য নেই উল্লেখ করে নাসিম বলেন, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনেও আমরা একসঙ্গে লড়াই করবো। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আওয়ামী লীগ বড় দল হতে পারে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পারে। আমাদের এ ঐক্য ভাঙা যাবে না।
সভায় জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ ও পাকিস্তান পন্থার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের মধ্যেও এই লড়াই চালিয়ে যেতে হবে। এ যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। জঙ্গিবাদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। জঙ্গিবাদ ও তার সহযোগীদেরও বিচার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে আলোচনা সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বরুয়া, জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ দলটির নেতারা বক্তব্য রাখেন।
০১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম