মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০১:২০:৫২

পরীক্ষার সময় ফেসবুক ব্যবহার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পরীক্ষার সময় ফেসবুক ব্যবহার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টফিকেট (জেডিসি) পরীক্ষা। কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বার বার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে পরীক্ষা চলার সময়ে ফেসবুক বন্ধ রাখার চিন্তা করেছিল সরকার। তবে সেরকম কিছু করা হচ্ছে না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম খোলা রেখেই পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের এ তিনি এই কথা জানান।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কমিটি গঠন করেছি। সেখানে আইন-শৃ্খলা বাহিনীর সব শাখাকে যুক্ত করেছি। আমরা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে সক্ষম হয়েছি। ফেসবুকে কোনও তথ্য পেলে বিটিআরসি তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। ফেসবুক বন্ধ করলে অন্য সমস্যা হবে। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করতে পেরেছি। ইতোমধ্যে চারজনকে গ্রেফতারও করা হয়েছে।  সামজিক যোগাযোগ মাধ্যম চালু রেখেই পরীক্ষা চলবে।’  

এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।
০১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে