নিউজ ডেস্ক : ৭ নভেম্বর সমাবেশ যে কোনো মূল্যে করা হবে, হানিফের ক্ষমতা থাকলে সে যেন বাধা দেয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসকাবের কনফারেন্স লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি(ভিওডি) আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কথা বলেন।
আলাল বলেন, ৭ নভেম্বর গণতন্ত্র ফিরে পাবার ও স্বাধীনতা সুরক্ষার একটি মহান দিন। এই দিবস পালিত হবে। আমি বিএনপির পক্ষ থেকে বলছি, হানিফ সাহেবের ক্ষমতা থাকলে তিনি প্রতিহত করুন।
আলাল বলেন, আমরা বিশ্বাস করি সরকার সমাবেশ করতে দেবে। এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। এই সমাবেশে জনতাল ঢল নামবে। মানুষের হৃদয়ের ভেতরে যে দিবসটি পালিত হয়, সেই দিবসটি মুছবেন কী করে।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুর কমিনিউটি সেন্টারে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ১২শ' সৈন্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয়া হয়েছিল। বিপ্লব দিবসের নামে কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে।
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি