ঢাকা : ফের পরীক্ষার দাবিতে আলটিমেটাম দিয়েছেন মেডিক্যাল ও ডেন্টালে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের জন্য সরকারকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। শুক্রবারের মধ্যে তাদের দাবি মানা না হলে শনিবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
একইসঙ্গে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আলোকচিত্র প্রদর্শনী ও ছাত্র-শিক্ষক বুদ্ধিজীবী সংহতি সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের ভারপ্রাপ্ত মুখপাত্র তানজিরা বিশ্বাস।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অযৌক্তিক। প্রশ্ন ফাঁসের সব প্রমাণাদি আমাদের কাছে আছে। যদি কেউ চান তৎক্ষণাত দেখাতে প্রস্তুত আছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। লাঠিচার্জ না করে আলোচনায় বসুন, সব প্রমাণ দেখিয়ে দেব।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের আন্দোলনে কারো কোনো উস্কানি নেই। কোনো অসৎ উদ্দেশ্যও নেই। দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আশা করি, সরকার আমাদের দাবি মেনে নেবেন।
৭ অক্টোবর বুধবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য হয়ে আবার শহীদ মিনার গিয়ে শেষ হয়।
একই ইস্যুতে দুপুর সোয়া বারটায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম