নিউজ ডেস্ক : আগামীতে আওয়ামী লীগ যদি জনগণের ভোটাধিকার হরণ করা নির্বাচনের আয়োজন করে, তাহলে বিএনপি ঘরে বসে আঙুল চুষবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়েই এমন নির্বাচন কঠোর হাতে প্রতিহত করবে বিএনপি।
বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালেদার নেতৃত্বে বিএনপি আবার রাজপথে নামবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার নেতৃত্বে আমরা আবার রাজপথে নামবো।’
শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে মেজর হাফিজ বলেন, ‘তার (শেখ হাসিনা) অধীনে বিএনপি কখনোই নির্বাচনে যাবে না। আমাদের নেত্রী তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন।’
আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি মানে ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির প্রস্তুতি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ধর্ষণ কি তাদের উন্নয়নের নমুনা? দেশের প্রতিটি ধর্ষণের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকে বলেই ধর্ষকদের বিচার হচ্ছে না। ফলে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে।’
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদিকা রাশেদা বেগম হীরা প্রমুখ। -বাংলা ট্রিবিউন।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম