বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০১:৫১:১০

২ স্ত্রী স্বামীকে কে কয়দিন পাবেন ঠিক করে দিলেন বিচারক

২ স্ত্রী স্বামীকে কে কয়দিন পাবেন ঠিক করে দিলেন বিচারক

নিউজ ডেস্ক : দুই স্ত্রীর কে কতদিন স্বামীর কাছে থাকবেন তা ঠিক করে দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ দুই স্ত্রীর কে কয়দিন হামদু মিয়ার সঙ্গে থাকবেন তা মৌখিকভাবে ঠিক করে দেন।

এদিন বিচারক হামদু মিয়াকে বলেন, আপনি প্রথম স্ত্রী রিতার কাছে সপ্তাহে ৫ দিন এবং ছোট স্ত্রী শাহিনা বেগমের কাছে ২ দিন থাকবেন। ওয়ারী এলাকার বাসিন্দা শাহিনা বেগম ২০১৫ সালের ২২ এপ্রিল তার স্বামী হামদু মিয়া ও সতীন রিতার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী হামদু মিয়া ও সতীন তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে তারা তার হাতের একটি আঙুল কেটে ফেলেছে। -যুগান্তর।
০৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে