এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১০ জানুয়ারি) বিএসএফের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় গণমাধ্যমটি জানায়, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি।
তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।
বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানান, এই বেড়া দেওয়ার কাজ জরুরি নয়, তাই আমরা অযথা উত্তেজনা, সংঘাত এবং বিভ্রান্তি এড়াতে কিছু সময়ের জন্য কাজ স্থগিত রেখেছি। কাজ শিগগিরই শুরু হবে, তবে আমরা কোনো সময়সীমা নির্ধারণ করছি না।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ রাখার ঘোষণা বিএসএফের পক্ষ থেকে যেদিন এসেছে, একই দিন জোর করে দহগ্রাম সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা।