নিউজ ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের যৌথ মহড়া শুরু হতে যাচ্ছে শনিবার। টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার থেকে শুরু হয়ে যৌথ সামরিক মহড়া চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানোর পর তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের দু'দেশের সেনাবাহিনীর এ মহড়ার নাম দেয়া হয়েছে 'সম্প্রীতি ২০১৬'।
ভারতের তরফ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হবে।
যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এর মাধ্যমে মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সেনা সদস্যরা একে অন্যের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশলগত মহড়া সম্পর্কে ধারণা পাবেন।
বাংলাদেশের আইএসপিআরের কর্মকর্তা রেজাউল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন। -বিবিসি।
০৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম