নিউজ ডেস্ক: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ভারত-বাংলাদেশ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া ‘সম্প্রতি ২০১৬’ অনুষ্ঠিত হবে। আগামি ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া চলবে। বৃহস্পতিবার ভারত সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরো থেকে পাঠানো এক প্রেস রিলিজ এ তথ্য জানানো হয়েছে।
ভারত-বাংলাদেশ উভয় বাহিনীর অংশগ্রহণকারীরা যাতে করে পরস্পরের সাংগঠনিক কাঠামো এবং কৌশলী ব্যূহ রচনার সঙ্গে প্রাথমিকভাবে পরিচিত হতে পারে সেভাবেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে, এই প্রশিক্ষণ থেকেই শুরু হবে যৌথ কৌশলগত মহড়া। যেখানে উভয় দেশের সেনাবাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করবে।
মূলত ভারত-বাংলাদেশ এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা করার প্রয়াসের লক্ষেই এ মহড়া হতে যাচ্ছে। এর ফলে উভয় দেশের বাহিনীই উগ্রপন্থা মোকাবিলা ও সন্ত্রাস বিরোধিতামূলক পরিবেশে যৌথভাবে কাজ করবে।-বিডি প্রতিদিন
০৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ