ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে বিব্র্রত করতেই ভিত্তিহীন দাবি নিয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিলের আন্দোলন।
পরিসংখ্যান বলছে, সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরাই সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
তিনি বলেন, মেডিক্যাল কলেজে যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের অনেকেই কৃষক বা স্কুল শিক্ষকের সন্তান। কেউ পিতৃহীন, ঢাকায় মেসে থেকে পড়াশোনা করেছে। তাদের অধিকাংশই গ্রাম থেকে আসা। যারা আন্দোলন করছেন, তারা দেশের দরিদ্র ও মেধাবীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা ভালো না দিয়ে পাস করার কোনো সুযোগ নেই। অকৃতকার্য ছাত্রছাত্রীদের কথা শোনারও সুযোগ নেই।
৮ অক্টোবর দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, রাজপথে আন্দোলন করে কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। বর্তমান সরকার নির্বাচিত সরকার। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। যুক্তির বাইরে কখনো যাওয়া যাবে না।
তিনি বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও সরবরাহ প্রক্রিয়ার কোনো ত্রুটি আছে কি-না তা দেখতে আমি নিজে স্বাস্থ্য অধিদফতরে গিয়েছি। প্রতিটি বিষয় সম্পর্কে আমি ধারণা নিয়েছি। এ প্রক্রিয়ায় কোনোভাবে একটি প্রশ্নপত্রও বাইরে যাওয়ার সুয়োগ নেই।
নাসিম বলেন, পরীক্ষায় দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, প্রশ্নের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন থেকে এ পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার দিন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে অবস্থানরত কয়েকশ’ অভিভাবক এবং সাংবাদিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে আমার। তারা কেউ প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ করেনি। নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে শতভাগ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি কোনো শিক্ষক বা শিক্ষার্থী যাতে কোনোভাবেই ক্লাস ব্যাহত করতে না পারেন সে ব্যাপারে সরকারি মেডন্যিাল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালকদের নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারি মেডিক্যাল কলেজের ভর্তি প্রায় শেষ হয়ে গেছে। বেসরকারি মেডিক্যালে ভর্তির প্রক্রিয়াও শুরুর পথে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভাগ্য অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া উচিত হবে না। কোনো অজুহাত দেখিয়ে মেডিক্যালের ক্লাস ব্যাহত হতে দেবেন না। এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু কারো গাফিলতি সহ্য করা হবে না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য হাজি মো. সেলিম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনালসহ দেশের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকরা ।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম