শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৯:২৮:৩৬

এবার নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

এবার নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

নিউজ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে এখন নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে এখবর নিশ্চিত করেছেন।

 বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু  বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাছে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।

দলীয়ভাবে '৭ নভেম্বর বিপ্লব ও সংহতি' দিবস পালন উপলক্ষে এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণে আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তখন আওয়ামী লীগ নেতারা ওই দিনটিতে সমাবেশ প্রতিহত করার হুমকি দেয়।

বিএনপি পক্ষ থেকে এই দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও আওয়ামী লীগ দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।

দুই প্রধান দলের মুখোমুখি অবস্থান নিয়ে উত্তেজনা দেখা দিলে ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি।

এর আগে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাধা এলেও ৭ নভেম্বর বিএনপি সমাবেশ করবে। মির্জা ফখরুল বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলেও সরকারের কাছে বিকল্প স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হবে।

০৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে