নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলাকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উঁচু করে বাঁচবেন, মাথা নিচু করে নয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় সরকার নির্বিকার নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসবের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, যারা এ অপরাধ করেছে, শাস্তি তাদের পেতেই হবে। দোষীরা শাস্তি পাবেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোকজন কেউ মেজরিটি, মাইনরিটি বলে সমান অধিকার পাচ্ছে না। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উচুঁ করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।’
সেতুমন্ত্রী বলেন, ‘ভয়কে জয় করতে হবে, জীবন হচ্ছে একটা সংগ্রাম। যে আকাশে মেঘ নেই সেটা আকাশ নয়। যে নদীতে ঢেউ নেই, সেটা নদী নয়, যেখানে গর্জন নেই, সেটা সাগর নয়, দুর্যোগ যেখানে নেই, সেটা প্রকৃতি নয়। এটাই বৈচিত্র্য, নদীতে ঢেউ থাকবে, সাগরের গর্জন থাকবে, আকাশে মেঘ থাকবে, এটাই বৈচিত্র্য । সব কিছু মিলিয়ে আমাদের এই বাংলাদেশ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করবেন সাহসের সঙ্গে।’
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন পরিষদের সভাপতি নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে করেন।
০৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি