নিউজ ডেস্ক : বেকায়দায় পড়ে গেছেন সৌরভের দুই পায়ে গুলি বর্ষণকারী সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। গুলি করার খেসারত দিতে হচ্ছে কড়ায়গণ্ডায়। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করতে সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ অবস্থায় কি করবেন এমপি লিটন তা দেখার অপেক্ষায় দেশের জনগণ। এমন ঘটনা যাতে আর না ঘটে তার দৃষ্টান্ত স্থাপন করুক সরকার- এমন কথাও বলছেন কেউ কেউ। একজন আইনপ্রণেতা হয়ে কীভাবে নিজের হাতে আইন তুলে নিলেন তিনি- এমন প্রশ্ন চারদিকে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ (বৌদ্ধনাথ-ব্র্যাক মোড়) গ্রামে এমপি লিটনের গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সিকিৎসাধীন সৌরভ।
এ ঘটনার পর আত্মগোপন করেন এমপি লিটন। ছেলে আহত হওয়ার ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপরও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ে জনমনে।
এ বিষয়ে পুলিশ বলেছে, ঘটনার পর থেকে এমপি লিটন পলাতক। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম