নিউজ ডেস্ক : মিরপুরে শেরে বাংলায় বিপিএলের খেলা দেখতে এসে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু-সন্তানসহ এক বাবার। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়ামের ২নং গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আসাদুজ্জামান (৩৮) ও তার পুত্র রুপক (৪)। বাবা-ছেলের নিহতের খবর নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ ভূইয়া মাহবুব হোসেন।
মাহবুব হোসেন জানান, আসাদুজ্জামান তার ছেলেকে নিয়ে রিকশাযোগে স্টেডিয়াম সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে ২নং গেইট সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপিএলের খেলা দেখতে এসেছিলেন বাবা ও ছেলে। বৃষ্টির কারণে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। রিকশাযোগে বাসায় ফেরার পথেই ট্রাকের ধাক্কায় মৃত্যৃ হয় তাদের।
০৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি