ঢাকা : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। প্রথমদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে খ ইউনিটের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে।
এ বছর খ ইউনিটে দুই হাজার ২৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ১৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরদিন শনিবার চ ইউনিটের অধীন চারুকলার ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অঙ্কন অংশের পরীক্ষা হবে ১৭ অক্টোবর। চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩১৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মুঠোফোন কিংবা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো যন্ত্র আনা যাবে না।
১৬ অক্টোবর গ ইউনিট, ৩০ অক্টোবর ক ইউনিট ও ৬ নভেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম