শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০৪:৫৪:৪৪

‘দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য খালেদা জিয়াকে দায়ী করবে’

‘দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য খালেদা জিয়াকে দায়ী করবে’

নিউজ ডেস্ক : দেশে দু’দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ৪ নম্বর সতর্ক সংকেত চলছে। আবহাওয়া খুবই বিপদজ্জনক হয়ে ওঠেছে। এরই মধ্য দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য খালেদা জিয়াকে দায়ী করা হতে পারে বলে মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন আহমদ।

গুলশানে  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ব্রাহ্মনবাড়িয়ার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এখন দেশে ৪ নম্বর সতর্ক সংকেত চলছে। আবহাওয়া খুবই বিপদজ্জনক হয়ে ওঠেছে। যে কোনও সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তো, আওয়ামী লীগের কোনও নেতাকে যদি এ ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে বলবে, এজন্য খালেদা জিয়া দায়ী।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, এমনকি এর পেছনে জিয়াউর রহমানকেও দায়ী করা হতে পারে যে  তিনি এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলেন ২০১৬ সালে এই ধরনের আবহাওয়া পরিবর্তন হবে। এজন্য আমাদের জানমালের ক্ষতি হবে।’

এইসময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত বলেও অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন।

তিনি বলেন, ‘নাসিরনগরের তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারই এর প্রমাণ। কেবল নাসিরনগরের একটি ঘটনাই নয়, গত সাত বছরে সংখ্যালঘুদের ওপর যত হামলা হয়েছে তার সবগুলোতেই সরকারদলীয় লোকজন জড়িত।’

এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি।

০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে