নিউজ ডেস্ক : বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে তাগিদ দিয়ছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মুখপাত্র র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী।
আজ শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডিতে দলের সাধারণ সম্পাদকের বাসায় বিজেপির প্রতিনিধি দলটি এক আলাপচারিতায় তাকে এই তাগিদ দেন। প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন- বিজেপির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী, বিজেপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অরুণ হালদার, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল প্রমূখ।
বিজেপির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বাউন্ডারি আছে ঠিক, কিন্তু কোনো সাংস্কৃতিক বাউন্ডারি নেই। দু’দেশের সাংস্কৃতিক চমৎকার সম্পর্ক বিদ্যমান। দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো’।
বিজয় শঙ্কর এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।
০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি