শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০৭:০০:৩৮

বাংলাদেশের বিখ্যাত শিশু বিশেষজ্ঞ আর নেই

বাংলাদেশের বিখ্যাত শিশু বিশেষজ্ঞ আর নেই

ঢাকা: মারা গেলেন বাংলাদেশের বিখ্যাত শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  তিনি আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এম আর খান চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি দেশে ও দেশের বাইরে তার দুই-তিনটি অস্ত্রোপচার হয়েছিল। এম আর খান সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং এই হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ এম আর খান এ বছরই স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
৫ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে