শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ১০:৪৭:০০

রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক : দু’দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, চলছে ৪ নম্বর সতর্ক সংকেত। আর এই বৈরী আবহাওয়ার কারণে জেএসসির বরিশাল বোর্ড এবং জেডিসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। সব বোর্ডে আগামীকাল ইংরেজি ২য় পত্র পরীক্ষা ছিল।

মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা সারাদেশেই স্থগিত। মাদ্রাসা বোর্ডের রোববারের পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ছায়েফ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু সাধারণ বোর্ডের শুধু উপকূলীয় পাঁচ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। স্থগিত পাঁচ জেলা হলো : ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠী। সাধারণ বোর্ডের জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে।

এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে দেশের অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে