রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ১০:৫৮:৪২

চাঞ্চল্যকর ঘটনা, মিরপুরের একটি বাসায় মিলল শতাধিক মানুষের খুলি কঙ্কাল

চাঞ্চল্যকর ঘটনা, মিরপুরের একটি বাসায় মিলল শতাধিক মানুষের খুলি কঙ্কাল

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ার একটি বাসা থেকে গতকাল শনিবার বিপুল পরিমাণ মানবকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় নুরুজ্জামান ওরফে কামরুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করা হয়। বাসাটিতে মানবদেহ গলানোর রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব কাজীপাড়ার ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে বাড়িটির দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় কার্টনের ভেতর থেকে শতাধিক মানবদেহের মাথার খুলি উদ্ধার করা হয়। বড় ব্যাগের ভেতরে পাওয়া যায় শতাধিক হাড়গোড়। আটককৃত যুবক নুরুজ্জামান কখনো নিজেকে মেডিক্যাল কলেজের ছাত্র, কখনো চিকিৎসক বলে পরিচয় দিয়েছে। তার সঙ্গে থাকা দুই ব্যক্তিকে পাওয়া যায়নি। তারাও বাড়ির লোকজনের কাছে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছে। অভিযানকালে বাসার মধ্যে মানবদেহ গলানোর কেমিক্যালসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাসাটিতে তল্লাশি অব্যাহত রাখে পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা। এ সময় আটককৃত নুরুজ্জামানকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, বিপুল পরিমাণ মানবদেহাবশেষ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কেন মজুদ করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তাঁরা। স্থানীয়রা ধারণা করছে, মিথ্যা পরিচয় দিয়ে বাসাটিতে লাশ চোর ও পাচারকারী চক্র থাকত। তারা মৃতদেহ সংগ্রহ করে বাসার ভেতরে কঙ্কাল তৈরি করে বিক্রি করছিল বলেই ধারণা করছে এলাকাবাসী।

ছয়তলা বাড়িটির মালিক ইলিয়াস সাইফুল্লাহ কালের কণ্ঠকে জানান, ভবনের দ্বিতীয় তলার তিন কক্ষের ফ্ল্যাটটি কয়েক মাস আগে চিকিৎসক পরিচয়ে ভাড়া নেয় নুরুজ্জামান। গতকাল দুপুরের আগে বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া একজন ব্যাংক কর্মকর্তা বিকট গন্ধ পেয়ে দ্বিতীয় তলার দরজায় নক করেন। তখন ভাড়াটিয়া নুরুজ্জামান দরজা খুলতে দেরি করে। দরজা খুললে ওই ব্যাংক কর্মকর্তা সেখানে কার্টনভর্তি কঙ্কাল দেখতে পান। এরপর তিনি ঘটনাটি বাড়ির মালিককে জানান। তখন ইলিয়াস সাইফুল্লাহ বিষয়টি থানায় জানান। এর পরই পুলিশ অভিযান চালায়। বাড়ির মালিক আরো বলেন, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করেছে নুরুজ্জামান, যা পুলিশের কাছে আছে। তার বাড়ি নারায়ণগঞ্জে। সে মিটফোর্ডের চিকিৎসক পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিল। তার সঙ্গে আরো দুজন কর্মচারীও ছিল। তবে তাদের এখন পাওয়া যাচ্ছে না।

ঘটনাস্থলে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, আটক ব্যক্তির নাম কামরুজ্জামান। তার বয়স ২৫-২৬ বছর হবে। সে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেছে।

কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন বলেন, ‘ওই যুবক নিজেকে মেডিক্যাল স্টুডেন্ট বলে দাবি করছে। কঙ্কালগুলো অ্যানাটমি বিভাগের বলেও দাবি করেছে। তবে তার বক্তব্যে গরমিল আছে। এসব খতিয়ে দেখা হচ্ছে।’

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় ছয়তলার ভাড়াটিয়া ও ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্র শাহ আকবর আহমেদ শুভ বলেন, ‘আমি এই বাসায় চার মাস আছি। এর আগেই দ্বিতীয় তলার ব্যাচেলর তিনজন ওঠে। তাদের একজনের সঙ্গে আমার কথা হয়েছিল। সে সিগারেট কম্পানিতে চাকরি করে বলে জানায়। ওই লোক এখন বাসায় নেই।’

জানতে চাইলে শুভ বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি ভেতরে উঁকি দিয়েছি। কার্টনের মধ্যে দেড় থেকে ২০০ মাথার খুলি আছে। ব্যাগে হাড়ও আছে। পাশের একটি রুমে মানুষের শরীর গলানোর কেমিক্যাল ও যন্ত্রপাতি আছে।’ এ ঘটনায় বাড়িটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান শুভ। -কালের কন্ঠ।
০৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে