রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০১:০৪:৪৪

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর  নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি। আজ সকাল সোয়া ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।

এসময় তিনি বলেন, ‘এটি জাতীয় দিবস। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি। জনসমাবেশ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করেছে।’

রিজভী আরও বলেন, ‘সোহরাওয়ার্দীতে অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে অনুমতি চেয়েছি। সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি কেন দেয়া হয়নি জানতে পারিনি। নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, সেটাও সিল সাপ্পরসহ মিডিয়ার সামনে দেখিয়েছি। তবে পুলিশের ভিভ্রান্তিমূলক কথা জনগণকে হতবাক করেছে।’

৮ নভেম্বর অনুমতি পাওয়া যাবে এ আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের, দলের নয়। দানবের মতো আচরণ করলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে না।'  

সংবাদ সম্মেলনে রিজভি জানান, ওই দিন সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন দলের নেতাকর্মীদের নিয়ে পুস্পস্তবক অর্পন করবেন। এছাড়া দেশব্যাপী সব ইউনিটে কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
০৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে