নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরের আগের ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সকাল ৬টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে।
এ সময় বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যায়। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বইছে দমকা ও ঝড়ো হাওয়া। সকালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে অবস্থা স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে সাগর বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।
সাগরে চলাচলকারী মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। -যুগান্তর।
০৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম