নিউজ ডেস্ক :লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে কবে ফিরবেন তা নিশ্চিত নয়। ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিএনপির কোনো নেতাও জানেন না । তার দুটি চোখের চিকিত্সা চলছে। লন্ডন বিএনপির একটি সূত্র জানায়, চোখের চিকিত্সার পর খালেদা জিয়ার পায়ের চিকিত্সা শুরু হবে। পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন অনেকদিন ধরে। এর চিকিত্সায় আরো সময় লাগবে।
১৫ সেপ্টম্বর খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ব্যক্তিগত সফরে লন্ডন গিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেন তিনি। প্রবাসী নেতাদের সঙ্গে সাক্ষাত কিংবা শুভেচ্ছা বিনিময় করার আয়োজন করা হয় তারেক রহমানের বাসার কাছেই একটি হোটেলে। আর এসব অনুষ্ঠানের মধ্য দিয়েই তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির একাধিক নেতা জানান, খালেদা জিয়া লন্ডন থেকে কবে দেশে ফিরবেন তা চূড়ান্ত হয়নি। লন্ডন যাওয়ার আগে আজ না কাল, কাল না পরশু এভাবে দিন-ক্ষণ চূড়ান্ত করতে অনেক দিন লেগেছে। তাই লন্ডন থেকে ফিরে আসার ব্যাপারেও তার একই অবস্থা হতে পারে। চিকিৎসার উপরই সব কিছু নির্ভর করবে তিনি কখন দেশে ফিরবেন।
দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, দীর্ঘদিন পর খালেদা জিয়া লন্ডন গেছেন। তিনি তার ছেলে, ছেলেদের বউ ও নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এরমধ্য দিয়েই চোখের চিকিৎসা চলছে। এরপরও পায়ের ও দাঁতের চিকিসা করাবেন। তাই চিকিৎসার কারণেই তার দেশে ফেরার ব্যাপারে আরও সময় লাগতে পারে। চিকিৎসার ব্যাপারে কারো হাত নেই। ডাক্তার ছাড়া এ ব্যাপারে কেউ কিছু বলতে পারবো না। এ নিয়ে বিভ্রান্ত করার কিছু নেই।
এদিকে বিভিন্ন সূত্র বলছে, কোনোটাই চূড়ান্ত না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন। তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষ হলেই দেশে আসবেন।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি