রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০৮:৩৭:৪৫

হিন্দুদের নিরাপত্তা নিয়ে হাসিনার সঙ্গে শ্রিংলাকে সাক্ষাৎ​ করতে বললেন সুষমা

হিন্দুদের নিরাপত্তা নিয়ে হাসিনার সঙ্গে শ্রিংলাকে সাক্ষাৎ​ করতে বললেন সুষমা

ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এক টুইট বার্তায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগের কথাও ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় এসব কথা জানিয়েছেন। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর এই হামলার পরই সুষমা স্বরাজ এ উদ্বেগের কথা জানালেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ উঠায় ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদ ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিও উঠেছে সারা দেশজুড়ে। যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখান করে মন্ত্রী ছায়েদুল হক জানিয়েছেন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি নিজেই পদত্যাগ করবেন।
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে