নিউজ ডেস্ক : দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যান তিনি। এসময় সেখানে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান।
এরপর নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন।
আজ ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' পালন করছে বিএনপি।
এর আগে সকাল ১০টায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে আজ ৭ নভেম্বর দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। দিবসটি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে।
সোমবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরে বাংলা নগরের জিয়ার সমাধিতে মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হন।
সরেজমিন দেখা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হয়েছেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহমদ আজম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।
এছাড়া বেলা ১১টায় নিজ বাসভবন ফিরোজা থেকে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।
০৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম