সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০২:৪৮:০৪

মুক্তি পেয়েছে সেই দাউদ মার্চেন্ট

মুক্তি পেয়েছে সেই দাউদ মার্চেন্ট

নিউজ ডেস্ক : আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে দুটি মামলা ছিল। এ মামলায় তার সাজার মেয়াদও শেষ হয়েছে। আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তিনি কোথায় গেছেন তা আমাদের জানা নেই।’

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৭ মে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়ছিল। ওই মামলায় তার ৫ বছরের সাজা হয়। ২০১৪ সালের নভেম্বরে তার সাজার মেয়াদ শেষ হয়। এরপর ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরই তাকে জেলগেট থেকে আবার ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। -বাংলা ট্রিবিউন।
০৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে