সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৭:২৫:২৬

বাংলাদেশ থেকে আরো কর্মী নিয়োগ করতে সৌদি মন্ত্রীকে অনুরোধ

বাংলাদেশ থেকে আরো কর্মী নিয়োগ করতে সৌদি মন্ত্রীকে অনুরোধ

নিউজ ডেস্ক : ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী নিয়োগে সহযোগিতা করতে সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে অনুরোধ করেছেন।

তার নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধি দল গতকাল শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মকরেজ আল হুকবানীর সাথে মতবিনিময়কালে এ অনুরোধ জানান।

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনসহ প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরব সফর করছেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন, তালুকদার মোহাঃ ইউনুস এমপি, এ কে এম আওয়াল সাইদুর রহমান এমপি, মো. নুরুল ইসলাম সুজন এমপি, নজরুল ইসলাম (বাবু) এমপি এবং বায়রা এর সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ।

গতকাল সংসদীয় প্রতিনিধি দল সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৫ বিমান যোগে রিয়াদ বিমনি বন্দরে পৌঁছালে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল গত ৬ নভেম্বর ২০১৬ সকালে সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ করেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক শ্রম উপ মন্ত্রী যায়েদ আল সায়েগ, শ্রম মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সালেহ বিন আল সারেখ ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে বজলুল হক হারুন সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশী প্রায় ১৫ লাখ কর্মীর কর্মসংস্থানের জন্য ধন্যবাদ করেন। এসময় তিনি জুনে প্রধানমন্ত্রী কর্তৃক সৌদি আরব সফরের উল্লেখ করে বাংলাদেশ হতে অধিক সংখ্যক পুরুষ ও মহিলা গৃহকর্মী নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করেন।

বৈঠকে মহিলা গৃহকর্মীদের নিরাপত্তা বিধানে গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং গৃহীত ব্যবস্থার আরো উন্নয়নে ও সহোযগিতার ক্ষেত্রে আরো প্রসারিত করতে দু’দেশ এক সাথে কাজ করবে মর্মে সৌদি শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী সংসদীয় প্রতিনিধি দলকে জানান।

পুরুষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিবাসন ব্যয় হ্রাস এর বিষয়ে সৌদি সরকারের কঠোর অবস্থানের বিষয়টি মন্ত্রী পুনর্ব্যক্ত করে উভয় দেশের একসাথে কাজ করার জন্য আহবান জানান।তিনি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সৌদি মন্ত্রী আরো জানান, ভিসা ট্রেডিং-কে তার দেশ মানব পাচার হিসাবে বিবেচনা করে এবং একাজে জড়িতদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সৌদি সরকার বদ্ধপরিকর। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে মর্মে তিনি প্রতিনিধি দলকে জানান।

বি এইচ হারুন সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে অবহিত করেন যে, বাংলাদেশ হতে অধিক সংখ্যক কর্মী নিয়োগে ক্ষেত্রে ভার্তৃপ্রতিম দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত ও উচ্চমানে উন্নীত করার ক্ষেত্রে বিগত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

প্রতিনিধি দল দুপুরে সৌদি মজলিস-এ-শূরা ভবনে বাংলাদেশ সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি সংসদ সদস্য প্রফেসর আবদুল্লাহ আল হারবি এবং অন্যান্য সদস্যবৃন্দ (মোট সাতজন) সংসদ সদস্যের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠককালে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সকল বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে, ব্যবসা বানিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যপারে অলোচনা করা হয়। দক্ষ জনশক্তি, উপযুক্ত ভাষাজ্ঞান ও সৌদি সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং শ্রমিকদের সৌদি আরবে পাঠানোর পূর্বে অপরাধ প্রবণ কোন বাংলাদেশিকে প্রেরণ না করার ব্যাপারে অলোচনা করা হয়।

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বি এইচ হারুন, এমপি বৈঠকে আরও বলেন যে, বংলাদেশের জনগণ সৌদি আরবকে শুধু একটি মুসলিম রাষ্ট্র হিসেবেই দেখে না বরং সৌদি আরবকে মুসলিম বিশ্বের নেতা মনে করে।

তিনি সৌদি মজলিশ-এ-শূরার স্পিকারের ২০১৩ সালে বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই সফরের ফলে দু’দেশের সংসদের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে মজলিশ-এ-শূরার স্পিকারকে বাংলাদেশ সফরে আমন্ত্রনের উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন যে শীঘ্রই তিনি আবার বাংলাদেশ সফর করবেন।

প্রতিনিধি দল ৮ ও ৯ নভেম্বর জেদ্দায় এবং মক্কায় ওআইসি মহাসচিব এবং সৌদি হজ্জ্ব ও উমরাহ বিষয়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রতিনিধিদল আজ ৭ নভেম্বর সৌদি ধর্ম বিষয়ক প্রতি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দু’দেশের মধ্যে হজ্জ্ব ও ইসলামী শিক্ষার সহযোগিতার ব্যপারে আলোচনা করার কথা রয়েছে। -বাসস

৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে