মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ১১:৫৬:১৯

থমথমে নয়াপল্টন, মহিলা দলের ২ কর্মী আটক

থমথমে নয়াপল্টন, মহিলা দলের ২ কর্মী আটক

নিউজ ডেস্ক : অনুমতি না পাওয়ার পরও বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবসের সমাবেশ করার ঘোষণা দেয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উদ্ভূত পরিস্থিতিতে কার্যালয়ের সামনের সড়ক এবং এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম হলো- মেঘলা ও মনি।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তাদেরকে আটক করা হয়। তাদেরকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ তা বলেনি।

ধারণা করা হচ্ছে ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবসে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে মহিলা দল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে আটক করা হয়।
০৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে