মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০২:৫৮:১৩

২৭ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

২৭ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

নিউজ ডেস্ক: বিএনপিকে ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে আজ বিকেল সাড়ে ৪টার মধ্যেই বিএনপিকে এ সমাবেশ করতে হবে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭ টি শর্তে এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আজ বিকেলে তাদেরকে এ সমাবেশ করতে হবে। সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। পরে সেখানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশের জন্য বিএনপি ডিএমপির কাছে আবেদন করেনি।
৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে