সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ১২:৩৩:১০

আগ্নেয়াস্ত্রসহ রাজধানীতে চার অস্ত্র ব্যবসায়ী আটক

আগ্নেয়াস্ত্রসহ রাজধানীতে চার অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : রাজধানীর মুগদা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- হুমায়ুন কবির ওরফে ঝনু (৪৩), শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মো. ফেরদৌস ওরফে ফেদু (২৯) ও মানিক (২৮)।

রোববার মধ্যরাতে মুগদার নিউ বিশ্ব রোড এলাকার গার্মেন্টের গলি থেকে তাদের আটক করা হয়।
 
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগাজিন জব্দ করা হয়।
 
ডিএমপির এই কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে