শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ০৮:৩২:৪৭

বাংলাদেশ সেনাবাহিনীর এবার যে বিষয়ে কঠোর হুঁশিয়ারি

বাংলাদেশ সেনাবাহিনীর এবার যে বিষয়ে কঠোর হুঁশিয়ারি

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝুট (পোশাক কারখানার অব্যবহৃত কাপড়) ব্যবসায়ে সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয়। মূলত, প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কিছু স্বার্থান্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

ঝুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও কেউ যদি কোনোরকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে নির্মোক্ত মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ- ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮ ও ০১৭৬৯০৯৫২০৯

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে