সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০২:২৪:০৩

নজরদারি বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

নজরদারি বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্যাঙের ছাতার মতো দেশে মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। যাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি বন্ধ করে দিয়েছি এবং কয়েকটিকে শর্ত পূরণে সময় বেঁধে দিয়েছি। এসব মেডিক্যাল কলেজগুলোর কর্মকাণ্ডে আমি সন্তুষ্ট নই। মেডিক্যাল কলেজ পরিচালনার জন্য নীতিমালা থাকলেও কোনও আইন নেই। তবে আইন করা হবে। নীতিমালা ব্যতয় ঘটিয়ে এসব মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সদ্য সমাপ্ত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পেছনে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তর থেকে বিশিষ্টজনদের নিয়ে গঠিত ওভারসাইট কমিটির ভূমিকা রয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ। আগামীতেও এ ধরনের কমিটির সহযোগিতা নেওয়া হবে। একই সঙ্গে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর সেবার মান নিয়ন্ত্রণে এ কমিটির পরামর্শ নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ওভারসাইট কমিটির সদস্য সৈয়দ আবুল মাকসুদ ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা একটি আসনের বিপরীতে সর্বোচ্চ তিনজনে নামিয়ে আনার কৌশল বের করার তাগিদ  দিয়েছেন। তারা বলেন, ‘১০ হাজার আসনের জন্য সর্বোচ্চ ২৫/৩০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব। এর বেশি হলে সেটি অত্যন্ত কষ্টদায়ক।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএর সভাপতি ইকবাল আর্সলান, ওভার সাইট কমিটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, অধ্যাপক সানোয়ার হোসেন, বিএসএমএমইউ’র উপাচার্য কামরুল আহসান খান উপস্থিত ছিলেন।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে